ফেনীর ফুলগাজীর বদরপুরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদক ব্যবসায়ীদের হামলায় ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এবং পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
জানা যায়, মাদক ব্যবসায়ীরা হামলায় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কুপিয়ে আহত করেন। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসধীন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সপার (সার্কেল) ঐক্য সিং, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ।
বিডি প্রতিদিন/এ মজুমদার