ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০ বোতল ফেনসিডিলসহ হাসান আলী ওরফে ডাইল হাসান (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার এক নম্বর ভোমরাদহ ইউনিয়নের দুবুরা গ্রাম থেকে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটক হাসান আলী সদর উপজেলার মাদারগঞ্জ মহুভাষী গ্রামের জালাল মিয়ার ছেলে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক জানান, হাসান দীর্ঘদিন ধরে দুবুরা গ্রাম ও আশপাশের এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুবুরা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই এসআই।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম