পাবনার সাঁথিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বুধবার সকাল ১০ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। দুর্বৃত্তরা গত মঙ্গলবার রাতে হত্যার পর উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মাঠের মধ্যে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ চিনাখরা গ্রামের জমু সরকারের ছেলে আব্দুস সালাম কসাই নামের এক ব্যাক্তিকে আটক করেছে।
নিহত ব্যাক্তি শাহজাদপুর উপজেলার মুনামারা গ্রামের মৃত গোলাই মোল্লার ছেলে আতাউর রহমান (৫৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহত আতাউরের বাড়ি পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মুনামারা গ্রামে বাড়ি হলেও সে পাইকপাড়া গ্রামের সাইদুল ডাক্তারের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতো। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরলে সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সাইদুল ডাক্তারের সাথে দীর্ঘদিন ধরে আটক সালাম কসাইদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে সাইদুল ডাক্তার বলেন, আমাদের সাথে সালাম কসাইদের জমিজমা নিয়ে বিরোধ চলার কারনে আমাদের পক্ষ নিয়ে কথা বলার কারনে আতাউরকে হত্যা করা হয়েছে। প্রতিদিনের ন্যায় গত রাতে আতাউর যে ঘরে ঘুমায় সেখানেই সে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে সকালে লোকজনের মাধ্যমে শুনতে পাই মাঠের মধ্যে তার লাশ পরে আছে। তাৎক্ষনিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করেন।
ওসি আরো জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। কারা বা কি কারণে তাকে হত্যা করেছে প্রকৃত রহস্য উদঘাটনের জন্যে তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল