ঢাকায় জঙ্গি সন্দেহে আটকের পর হাসপাতালে মারা যাওয়া আবু হানিফ মৃধার (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, গত শুক্রবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পার্শ্ববর্তী এক স্থান থেকে হানিফ মৃধাকে আটক করা হয়। পরে তাকে অসুস্থ অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গণমাধ্যমকে জানানো হয়লে হানিফ মৃধার মৃত্যু হয়েছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ ফ্রেব্রুয়ারি হানিফ নিখোঁজ হন। ৪ মার্চ হানিফের ছোট ভাই আবদুল হালিম মৃধা সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেন (জিডি নং ১৩৫)।
মঙ্গলবার রাতে হানিফের মা লিলি বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারি (মর্গ) থেকে লাশ গ্রহণ করেন। ওই রাতেই সড়কপথে হানিফের লাশ নিয়ে গ্রামের বাড়ি বরগুনার আমতলীর উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। বুধবার সকালে হানিফের লাশ আমরাগাছিয়া গ্রামে পৌঁছে। সেখানে সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ