নেত্রকোনায় পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসান ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালিটি বের হয়ে ছোট বাজার মোক্তারপাড়া হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে নের্তৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তাহের ও অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল