“নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এ শ্লোগানে কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামীলের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোজাম্মেল হক বক্তব্য রাখেন। বক্তারা পানির অপচয় ও দুষণরোধে সবাইকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল