বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'নদ-নদী খালে বিলে দুষণ চলে যদি জনগনের দুঃখ তাতে বাড়বে নিরবধি' এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এ এফ এম এহতেশামূল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোহম্মাদ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা সুলতানা, নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পওর বিভাগ-২ অপূর্ব কুমার ভৌমিক, নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পওর বিভাগ-১ বি এম আব্দুল মোমিন প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় পানি উন্নয়ন বোর্ড এর সামনে থেকে জেলা প্রশাসক আবুল কাশেম মোহম্মাদ মহিউদ্দীনের নেতৃত্বে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। কোন প্রানী ও গাছ-পালা পানি ছাড়া বেঁচে থাকতে পারেনা। বৃষ্টির অভাবে খরা হয়, নদীতে প্রবাহ থাকেনা। তাই আমাদের পানির অপব্যবহার রোধ করতে হবে। এর জন্য সকলকে সচেতন করতে হবে।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল