“নদ নদী খাল বিলে দুষন চলে যদি, জনগণের দুঃখ তাতে বাড়বে নিরবধি” এই প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (আজ) বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. গাজী ইয়ার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল