মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুয়া খেলার দায়ে ৯ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফারজানা এ জরিমানা করেন।
এর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকায় জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাসান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোলড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ৯ জুয়াড়িকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম