নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য, অপহরণ, হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আব্দুস ছাত্তারকে (৫৫) গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।
আজ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুস ছাত্তার উপজেলার চকবিষ্টপুর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।
এ বিষয়ে আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী জানান, আব্দুস ছাত্তার এলাকায় সেই সময় ত্রাশ সৃষ্টিকারী একজন সন্ত্রাসী। সেই সময় তিনি এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছেন। বর্তমানে তিনি কৃষি কাজ করতেন। তাকে সবাই এক নামে চেনেন।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলাভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাণ্ডে আব্দুস ছাত্তার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ছাত্তার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে থানায় অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ মোট ৪টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম