র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নছিমন থেকে ১১শ' কেজি জাটকা উদ্ধার করেছে। এ সময় নছিমন চালক মোঃ গাউছ শেখ (৪৫)কে আটক করা হয়।
র্যাব-৮ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাদারীপুর র্যাব ক্যাম্পের সামনের রাস্তায় জাটকা বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ভর্তি একটি নছিমন ক্যাম্পের সামনে দিয়ে মোস্তফাপুরের দিকে যাচ্ছিল। এ সময় র্যাব সদস্যরা জাটকা ভর্তি নছিমন চালক মো. গাউছ শেখ আটক করে প্রায় ১১শ' কেজি জাটকা উদ্ধার করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরীব জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে। গাউছ শেখ মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।