রাঙামাটিতে জঙ্গি সন্দেহে আটক ৬জনের মধ্যে ৪ আসামির বয়স সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছনি রাঙামাটি বিচারিক আদালত।
বুধবার সকাল সাড়ে ১০টায় আটক ৬আসামীকে রাঙামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে হাজির করে পুলিশ। শুনানী শুরু হলে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে। এসময় আসামি পক্ষের আইনজীবিরা ৬জনের মধ্যে ৪জনকে অপ্রাপ্ত বয়স্ক বলে দাবি করে রিমান্ডের বিরোধীতা করে। রিমান্ড ও জামিন শুনানির পর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে ৪ আসিমির বয়স সংক্রান্ত প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়ে আসামিদের জেলে প্রেরণের নিদের্শ দেয়। পরে পুলিশের কড়া নিরাপত্তায় আসামীদের রাঙামাটি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি কোতয়ালী থানাা পুলিশ পরিদর্শক ও এ মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেস হোসেন জানান, রাঙামাটি ডিসি বাংলো এলাকা থেকে আটক ৬জনকে আদালতে হাজির করে পুলিশ তাদের ৭দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু আসামি পক্ষের আইনজীবি এ ৬জনের মধ্যে ৪জনের অপাপ্ত বয়স বলে দাবি করে। তাই আদালত তাদের বয়স সংক্রান্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৯মার্চ রাঙামাটি শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক থেকে জঙ্গি সন্দেহে ৬জনকে আটক করে ডিবি পুলিশ। আটকৃতদের মধ্যে রংপুর কারমাইকেল কলেজের শিবিরের সভাপতি ও পুলিশ হত্যাসহ ৮টি মামলার আসামী হারুন অর রশীদ (৩০), জেলা শাখার সভাপতি ইউসুফ বিন সিরাজ (৩০), সাবেক বায়তুল-মাল সম্পাদক ও বর্তমান আলফেসানি স্কুল ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল আলম (১৮), সদস্য মোস্তফা কামাল (১৯), সাখাওয়াত হোসেন (১৬) ও ইরফানুল হক (১৬)ছিল।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন