ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে এক কৃষক খুন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাদিগর নামক স্থানে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, তিন দিন আগে ওই এলাকার সাজিমউদ্দিন বাহিনীর সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই এলাকার পালগাঁও চৌরাস্তা থেকে কাদিগর গ্রামের মৃত মাইনউদ্দিনের ছেলে মিজান (৩৫) কে জোরপূর্বক ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদিকসহ এলাকাবাসী মিজানকে উদ্ধার করে। শুক্রবার ভোর রাতে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মিজানের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা