পাবনায় প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুরের কড়ইতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ও আবুল হোসেন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন রাতে হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
খুন হওয়া যুবলীগ নেতার নাম শাহজাহান আলী (৪৫)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও উপজেলা কমিটির সদস্য ছিলেন।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার পাকশী ইউনিয়নে ছাত্রদল নেতা সুমনের সমর্থকরা যুবলীগ নেতা শাহজাহান আলীর ভাই জালালকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ মামলার অন্যতম আসামি নয়নকে গ্রেফতার করে।
গত বৃহস্পতিবার নয়ন কারাগার থেকে মুক্তি পায়। রাতে নয়ন তার সহযোগীদের নিয়ে শাহজাহানকে কুপিয়ে জখম করে। শাহজাহানের চিৎকারে যুবলীগ নেতা আশরাফ ও আবুল হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাদের দুজনকেও কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহত আবুল হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। সে পাবনা সদর হাসপাতালে চিকিত্সাধীন। এদিকে শাহজাহানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই যুবলীগ কর্মীরা হামলাকারীদের নেতা আমেরিকা প্রবাসী সুমনের অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও লুটপাট করে।
পরে খবর পেয়ে রাতেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘাত এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।