গণহত্যা দিবস উপলক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পৃথকভাবে দিবসটি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় গনহত্যা দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি চিত্তঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল আলম সাথী, আবু বকর সিদ্দিক, ইদ্রিস আলী, কামরুল হুদা হেলাল, সালাউদ্দিন আহমেদ, শামিম রেজা প্রমুখ।
এদিকে, আজ সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা সভা কক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি।এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. মকসেদ আলী, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এসার উদ্দিন প্রমুখ।
অপরদিকে গণহত্যা দিবসের প্রথম প্রহরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া জাকিরের নেতৃত্বে মোমাবাতি প্রজ্জলন কর্মসুচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের দিনাজপুর জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, ফুলবাড়ী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেহেদী হাসান মিঠু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশিদুর রহমান রাশেদ, শাহীনুর রশীদ বাবু, আশিকুর রহমান বাপ্পি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার