২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যার চিত্র প্রদশর্নী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জি: আবু সালেহ মো. সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার