পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় পর্যায়ে শিশু পাচার প্রতিরোধ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাংবাদিক মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, নাগরিকের জন্য সুশাসনের সভাপতি শামসুল আলম।
প্রিভেনশন অব চাইল্ড ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) আয়োজনে কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজ।
এ কর্মশায় ২৫ গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম