সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় সোহেল (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেলের শ্যালক রুবেলকে আটক করা হয়েছে।
নিহত সোহেল রেলওয়ে কলোনী মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সোহেলের ঘরের জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- নিহত সোহেলকে শ্বাসরোধে হত্যার পর ঘরের ধর্ণার সাথে চিকন একটি রশি গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় রুবেল (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত সোহেলের বোন লতা ও স্বজনরা জানান, ১৫ বছর আগে একই গ্রামের শফিকুলের মেয়ে সুফিয়ার সাথে সোহেলের বিয়ে হয়। কিন্তু সুফিয়া অন্য একটি ছেলের সাথে পরকীয়া জড়িয়ে পরে স্বামীকে ছেড়ে সাতদিন আগে কন্যা সন্তান নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় সোহেলের স্ত্রী সুফিয়া এবং শ্বশুড়বাড়ির লোকজন শুক্রবার গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যা করার পর ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম