সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শহিদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও তাদের স্বরণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বহী অফিসার মোরারর্জী দেশাই বর্মনের সভাপতিত্বে আলোচলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা আফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান লিটন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম