বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের ফলে ওই যুবতী ৩ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে প্রতিবেশী আমীর হাওলাদারকে আসামী করে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আজ শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ধর্ষিতা যুবতীর ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ওই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২২) প্রায়ই প্রতিবেশী আমীর হাওলাদারের বাড়ির পাশে মাঠে গিয়ে ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করতো। এ সুযোগে আমীর প্রতিবন্ধী যুবতীকে তার বাড়িতে ডেকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খাবার খেতে দিত। এক পর্যায়ে গত বছরের ২ ডিসেম্বর দুপুরে প্রতিবন্ধী যুবতীকে আমীর তার বাড়ি ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা প্রতিবন্ধী বাড়িতে ফিরে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। ধর্ষণের ফলে সে অন্তঃসত্তা হয়ে পড়ে। ধর্ষিতার মায়ের লিখিত অভিযোগ পেয়ে ধর্ষণ মামলা রুজু করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার