ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হওয়ার ঘটনার ৩৬ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় পিকআপ ভ্যান চালক ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কের ডেঞ্জার জোন হিসেবে খ্যাত উপজেলার হবিরবাড়ী কোকা-কোলার সামনে রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা গামী অজ্ঞাত ট্রাক চাপায় গফরগাঁওয়ের পাগলা থানার খাজুরিয়াকান্দা গ্রামের বৃদ্ধ আব্দুস সালাম (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে একই দিন দুপুর ১২টার দিকে উল্লেখিত ফোরলেন সড়কের উপজেলার ভরাডোবা এলাকায় রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ত্রিশালের সাইফুল ইসলামের পুত্র পিক-আপ ভ্যান চালক কামরুল ইসলাম (২০) গুরুতর আহত হয়ে প্রথমে ভালুকা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরুল ইসলামের পরিবার জানায়, ওই সড়ক দুর্ঘটনায় চালক কামরুল ইসলামের একটি পা কাটা গেছে।
এছাড়াও একই দিন বিকেল ৪টার দিকে একই মহা-সড়কের আমতলি এলাকার রাস্তা পারাপারের সময় প্রাইভেট কার চাপায় ওই এলাকার আব্দুল হামিদের ছেলে রইজ উদ্দিন আহত হয়। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে ভিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক অবরোধ করে রাখে। পরে ভালুকা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যস্থতায় অবরোধকারীরা অবরোধ তুলে নিলে মহা-সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ফোরলেন সড়কের দু’পাশে দীর্ঘ জান জটের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম