ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ অনুষ্ঠানে আজ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে এইচএসসি পরীক্ষর্থীদের মিলাদ মাহফিল পন্ড হয়ে যায়।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের মিলাদ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপি মোরশেদ আলম গ্রুপ এবং মেয়র টিপু সমর্থক গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. বোরহান উদ্দিনসহ অন্তত ৫ জন আহত হয়। বোরহানকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনালের হাসপাতালে প্রেরণ করা হয়। বেলা সাড়ে ১১ টা ও দুপুর দেড়টার শহরে ১০/১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটালে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয় এবং বাজারের আগত লোকজন দ্বিকবেদিক ছুটোছুটি শুরু করে। ঘটানার পর থেকে এমপি গ্রুপ শহরের সুলতান প্লাজার সামনে ও মেয়র টিপু গ্রুপ বাবুপুর রাস্তার মাথা সামনে অবস্থান নেয়। উভয় গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কার রয়েছে।
কলেজের মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ অনুষ্ঠান পন্ড হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মকবুল আহমেদ।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার