পিরোজপুর শহরের পৌরসভা সড়কে গায়ে সামান্য ধাক্কা লাগায় অটোরিক্সার ড্রাইভারকে বেধরক পিটিয়েছে এক পুলিশ সদস্য। এ সময় অটোরিক্সার ড্রাইভারকে রক্ষা করতে স্থানীয়রা এগিয়ে এলে তাদের কয়েক জনকে লাঞ্চিত করে ওই পুলিশ সদস্য। অটোরিক্সার ড্রাইভারকে ও স্থানীয়দের পেটানো পুলিশ সদস্য প্রিন্স সিমলাই বর্তমানে পুলিশ লাইনে কনস্ট্রেবল পদে আছে। সে ঘটনার সময় সাদা পোশাকে ছিল এবং পেশাগত কোন দায়িত্বে ছিল না। আজ দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ দুপুরের আগে গণহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরে শোক র্যালি বের হয়। র্যালি চলাকালে শহরের পৌরসভা সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে র্যালি আসার পূর্বেই ট্রাফিক পুলিশ রাস্তা গাড়ি নিয়ন্ত্রণ করছিল। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাড়াহুড়া করে রাস্তার পাশে থামাতে গিয়ে এক ব্যাক্তির গায়ে সামান্য ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তিনি পুলিশ পরিচয় দিয়েই অটোরিক্সার ড্রাইভারকে শুরু করে বেধরক মারধর। এ সময় ড্রাইভারকে রক্ষা করতে কয়েকজন এগিয়ে এলে তাদেরকেও লাঞ্চিত করে প্রিন্স সিমলাই। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অটোরিক্সার ড্রাইভার দুলাল জানান, র্যালির কারণে তাড়াতাড়ি রাস্তার পাশে গাড়ি থামানোর সময় তার গায়ে সামান্য ধাক্কা লাগে। তিনি পুলিশ তা বুঝতে পারিনি। তারপরও বারবার ক্ষমা চেয়েছি। কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে অমানুষিক মারধর করেছে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার