২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে পিরোজপুর শহরে শোক র্যালি করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার পৌরসভার মেয়র ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে সামনে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, হাবিবুর রহমান মালেক, আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।
বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যাদিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/এনায়েত করিম