চাঁদপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ শাকিল আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল ইছাপুরা এলাকার আবদুল গনির ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল