আজ ২৬ মার্চ সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনীর মধ্য দিয়ে দিবসটি পালনে কর্মসূচি শুরু হয়। তোপধ্বনীর পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সংসদ সদস্য আবু সালেহ মোঃ সাঈদ, সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, আওয়ামীলীগ ও অংগ সংগঠন এর নেতাকর্মী, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।
সকাল ৮.৩০ মিনিটে শেখ কামাল জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহন, মার্চ পাষ্ট, শরীর চর্চা প্রদর্শনী, ডিসপ্লেসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়। সেই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত