সুনামগঞ্জে নিন্ম আদালতের রায়ে ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠার পর ব্যক্তি ও সরকারের মধ্যে মালিকানা নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন জমি জবরদখল করে তাবলিগ জামাতের মারকাজ (কেন্দ্র) নির্মাণের উদ্যোগে নেয়ায় উত্তেজনা দেখা দিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত তিন দিনব্যাপি জেলা ইজতেমার মালিকদের নিকট থেকে উক্ত জমির একাংশে একটি টিনের কাঁচাঘর নির্মাণ করে তাবলিগ জামাত। ইজতেমা শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও অস্থায়ী মারকাজ ঘরটি সরিয়ে না নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন ওই জমি থেকে ২ একর ৩৬ শতাংশ জমি মালিকপক্ষকে না জানিয়ে মারকাজের জন্য বন্দোবস্ত পাওয়ার আবেদন করা হয়েছে। ইজতেমা শেষ হওয়ার একদিন পর জেলা প্রশাসকের কাছে এই দখান্তটি করেছেন জেলা মারকাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হুছাইন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ২০ মার্চ বিরোধ নিষ্পত্তির জন্য জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। শালিসে দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় কোন সিদ্ধান্ত না নিয়ে বিরোধ নিষ্পত্তির বিষয়টি জেলা প্রশাসনের হাতে ছেড়ে দেয়া হয়।
এদিকে, জমির মালিকপক্ষ ও তাবলিগ জামাতের মধ্যে সৃষ্ট বিরোধ যে কোন সময় সংঘাত সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আর তাবলিগ জামাতের মতো সর্বজন শ্রদ্ধেয় একটি ধর্মীয় সংগঠনের নাম এ জাতীয় বির্তকে জড়ানোর কারণে তাবলিগ ভক্তরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, সুনামগঞ্জ শহরতলীর কুতুবপুর মৌজার ৬৬ দাগে ১৫ একর ৮০ শতাংশ জমি ১৯৫২ সালের সেটেলমেন্ট জরিপে সরকার ও ব্যক্তির দ্বৈত মালিকানায় (দুকর) রেকর্ডভুক্ত হয়। এর মধ্যে দুই খতিয়ানে ২ একর ৮৬ শতাংশ জমি উত্তরাধীকার সূত্রে মালিক। পূর্বসূরীদের মৃত্যুর পর আজাদ মিয়া চৌধুরী প্রমুখ এই জমির ভোগদখল থাকাকালীন জমির মালিকানা নিয়ে সরকার পক্ষ আদালতে মামলা করে। ২০০৮ সালে সুনামগঞ্জ সহকারী জজ আদালতে দায়ের করা স্বত্ব মোকদ্দমার (৫২/২০০৮) রায়ে ওই জমিতে সরকারি মালিকানার বিষয়টি বাতিল হয়ে যায়। পরবর্তীতে ২০০৯ সালে রাষ্ট্রপক্ষ এ নিয়ে জেলা জজ আদালতে আপিল (৬৫/২০০৯) করলে রাষ্ট্রপক্ষের দাবি নামঞ্জুর করে পূর্বের রায় বহাল রাখেন আদালত। বর্তমানে এ নিয়ে উচ্চ আদালতে সরকার পক্ষের দায়ের করা একটি সিভিল রিভিশন (নম্বর ৭১২/কন-১৩) মামলা বিচারাধীন আছে।
সুনামগঞ্জ জেলা মারকাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হুছাইন জানান, আজাদ মিয়া ৬০ শতাংশ জমি মারকাজ নির্মানের জন্য মৌখিক প্রতিশ্রুতি দিয়ে দান করে এখন অস্বীকার করছেন। কারো জায়গা দখল করে মসজিদ নির্মাণ জায়েজ না। তিনি বলেন, যে মারকাজ ঘরটি নির্মাণ হয়েছে সেটা থাকবে। বাকি জায়গা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
জমির মালিক আজাদ মিয়া চৌধুরী বলেন, সরকারের সঙ্গে উচ্চ আদালতে চলা মামলা মাওলানা আনোয়ার হুছাইন নিষ্পত্তি করে দেবেন এমন শর্তে কিছু জমি মারকাজকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু পরে যখন দেখালাম আমাদেরকে না জানিয়ে তিনি (মাওলানা) পুরো জমি বন্দোবস্ত চেয়েছেন তখন তো আর কোন কথা থাকে না।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, আইনগত দিক দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমান অস্থায়ী মারকাজ ঘর জেলা প্রশাসনের অনুমোদিতে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, থাকার ব্যাপারে আমরা কিছু বলিনি।
শিরোনাম
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ নভেম্বর)
- বিবিসিতে পক্ষপাতের অভিযোগে মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
- আরও ১৪ জেলায় নতুন ডিসি
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
ব্যক্তির জমিতে জোরপূর্বক তাবলিগের মারকাজ নির্মাণের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি:
অনলাইন ভার্সন
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
২২ ঘণ্টা আগে | জাতীয়
মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন