বান্দরবানে কথা কাটাটির জের ধরে এক শ্রমিককে হত্যা করেছে অন্য শ্রমিক।
সোমবার শহরের মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের মেম্বার পাড়ার জাহাঙ্গীর কলেনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক শেখ ফরিদ ও শ্রমিক মো. সোহেলের মধ্য কথা কাটাকাটি হয়। শেখ ফরিদ উত্তেজিত হয়ে সোহেলের পেটে লাথি দিলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা সোহেলকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি লামা উপজেলার হায়দার নাশি এলাকায়।
সদর থানার পুলিশ পরির্দশক মো. রফিক উল্লাহ বলেন, এ ঘটনায় শেখ ফরিদকে আটক করা হয়েছে। তার বাড়ি ফেনির সোনাগাজী এলাকায়।