কক্সবাজারের উখিয়া উপজেলার ফলিয়া পাড়া থেকে ২১৫ বোতল বিদেশি মদ, ৩৪৬ ক্যান বিয়ার এবং ১৮৬ পিসি ইয়াবাসহ মো.মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আটক যুবক উপজেলার রাজাপালং ইউপি'র ফলিয়া পাড়া গ্রামের মো. সৈয়দ সওদাগরেরর ছেলে।
সোমবার সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করা হয়। কক্সবাজার জেলার উখিয়া থানার ফলিয়া পাড়া এলাকা থেকে এসব মাদকসহ ওই যুবককে আটক করা হয়।
র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আশেকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।