পঞ্চগড় শহরের তেলীপাড়া এলাকা থেকে নাশকতাকারী সন্দেহে আটক ৬ নারীকে কারাগারে পাঠানো হয়েছে।
সন্দেহভাজন হিসেবে আটকের মামলা দিয়ে আদালত তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সন্ধ্যায় তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ।
আটক ওই নারীরা হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চন্দনা এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে একটি শিশুও রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, প্রাথমিকভাবে তাদের সন্দেহভাজন ধরে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি তদন্ত চলছে। খুব দ্রুত তাদের বিষয় পরিষ্কার হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন