গোপালগঞ্জে সাপের কামড়ে কালু বেপারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালু বেপারী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নুরুল কান্দি গ্রামের কাদের বেপারীর ছেলে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাপে কামড় দেওয়ার পর তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে সে অনেকটা সুস্থ্য হয়। পরে বাড়িতে নিয়ে আসার পরে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন