জামালপুরের রশিদপুর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় সোলাইমান হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন দুই আরোহী।
সোলাইমান মেলান্দহ উপজেলার ভাবকী গ্রামের রহমতউল্লাহর ছেলে। আহত দু’জনও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন সোলায়মান। আহত সাবেক মেম্বার রফিকুল ইসলাম তারা (৩৫) ও ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল জলিলকে (৪০) তৎক্ষণাৎ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/হিমেল