লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, অন্যন্যের মধ্যে ক্যাপ্টেন অব. আজিজুল হক বীর প্রতীক, সিনিয়র সহকারি কমিশনার টিএম মমিন ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। এতে ভূমি অফিসের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সেবা গ্রহীতা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার