দিনাজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জিলা স্কুলের সামনে জেলা ছাত্রলীগ এ মানববন্ধন পালন করে।
দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সুজন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈকত পাল, জেলা সদস্য মিথুন, আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ রায়হান শিমুল।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম