বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সর্বেচ্চ এরয়্যার্ড (পিআরএস) প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে বরিশাল বিভাগের এক প্রথম একটি চৌকস দল কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বরিশাল জেলা রোভার স্কাউটের সম্পাদক এসএম তাইজুল ইসলাম ও ঝালকাঠি জেলা রোভার স্কাউটের সুগ্ম সম্পাদক মাইনল হাসান মৃধা জানান, ৩১ মার্চ বরিশাল জেলা রোভার কার্যলয় কাশিপুর থেকে বাংলাদেশের প্রথম বিভাগীয় সিনিয়ার রোভারমেট প্রতিনিধি কির্তনখোলা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট শবনম আক্তার জেবিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ১৫০ কিমি পায়ে হেটে আগামী ৪ এপ্রিল কুয়্কাাটা সমুদ্র বন্দরে গিয়ে তাদের পরিভ্রমণ শেষ হবে। মেয়ে দলে রয়েছে বরিশাল সরকারী পলিটেনিক কলেজের সিনিয়ার রোভারমেট সুমাইয়া মল্লিকা ও ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের রোভারমেট জুই রায়।
এয়াড়াও ছেলেদের একটি দল একই রুটে পরিভ্রমণ করে। তাদের হলো দলনেতা বরিশাল জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি কিশোর কুমার বালার ও বরিশাল পলিটেশনিক কলেজের সিনিয়র রোভারমেট ছাহাল সিদ্দিকী মুন্না।
বিডি প্রতিদিন/এ মজুমদার