আদালতের নির্দেশ অমান্য করে এন্টিবায়েটিক ‘পেনিসিলিন’ ওষুধ উৎপাদন করায় বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিমেট ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব এবং ওষুধ প্রশাসনের সহায়তায় শনিবার দুপুরে এই অভিযান চালায় বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন খান।
এর আগে র্যাবের সহায়তায় বরিশালের ওষুধ প্রশাসন নগরীর রূপাতলীতে মেডিমেট ফার্মায় অভিযান চালিয়ে এ্যামোক্সিসিলিন গ্র“পের এন্টিবায়েটিক তিন হাজার বোতল ‘হাইকনসিল ড্রাই সিরাপ’ এবং ফ্লুক্লক্সাসিলিন গ্রুপের ২৮ হাজার ‘ফ্লুসিলিন’ ক্যাপস্যুল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয়।
বরিশালের ড্রাগ সুপারভাইজার তানভীর আহমেদ জানান, গত ২৭ ফেব্রুয়ারী আদালত পেনিসিলিন গ্রুপের উপরোলিখিত ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করে। তারপরও মেডিমেট ফার্মায় এই ওষুধ উৎপাদন অব্যাহত ছিলো। শুধু তাই নয়, বর্তমানে উৎপাদন হলেও উৎপাদিত ওই ওষুধের প্যাকেটে ২০১৬ সালের উৎপাদন সময় লেখা সিল দেয়া হচ্ছিলো। তবে মেডিমেট ফার্মার প্লান্ট ম্যানেজার মো. ছানাউলের দাবি, তারা এই বিষয়ে জানতেন না। নিয়ম মেনেই তারা ওষুধ উৎপাদন করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার