বরিশালের আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রাম পুলিশ সদস্য ইদ্রিস গাইনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ইদ্রিস একই উপজেলার নিমাই পাড় গ্রামের হামেদ গাইনের ছেলে।
আমবৌলা গ্রামের শিশু শিক্ষার্থীর মা জানান, গত বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইদ্রিস তার শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এএসআই শাহজাহান অভিযুক্ত ইদ্রিস গাইনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে তিন মাসের কারাদন্ড দেন। দন্ড ঘোষণার পরপরই ইদ্রিসকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার