কুমিল্লার চৌদ্দগ্রামে নুরুন নবী (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নবী বরিশাল সদর উপজেলার গনপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ (বুধবার) চৌদ্দগ্রাম ফায়ার ফায়ার সার্ভিস ও চৌদ্দগ্রাম থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাড়কের হাড়িসর্দার এলাকা থেকে নুরুন নবীকে অচেতন অবস্থায় উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার নবীর মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাসির উদ্দিন জানান, ভর্তির পর থেকেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করেও নিহতের স্বজনদের পাওয়া যায়নি। লাশটি চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, নিহত যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবার না আসলে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন হবে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম