নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার রাত ৯টার দিকে রানীনগর উপজেলার দাউদপুর গ্রামে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জাকিরুল ইসলাম জানান, আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নওগাঁ ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেফতার আনজির একাধিক নাশকতা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম