দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম (৫৫) ও কর্মী রাজু আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার দিনাজপুরের নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক জামায়াতে ইসলামীর জেলা আমির আনারুল ইসলাম বিরামপুরের ঘাটপাড় এলাকার মৃত কোবাদ আলীর ছেলে এবং রাজু আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার পত্নিচাঁন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য একত্র হচ্ছিল- এমন খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম