লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনা ঘটেছে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে মহির উদ্দিন (৪০) সহ আরও ১০/১২ জনের একটি দল মেইন পিলার ৩/৭ এর নিকট দিয়ে ভোরে গরু আনতে গেলে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার আওতাধীন ২২ অরুন ক্যম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাকে ধরে নিয়ে যায়। অন্যেরা পালিয়ে চলে আসে।
এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি বঙ্গেরবাড়ি বিওপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হলে ভারতে অরুন ক্যম্পের বিএসএফ ক্যাম্পের সদস্যরা তা প্রত্যাখান করে।
লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা