গাজীপুরের টঙ্গীতে আজ সকালে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর। টঙ্গী রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রেললাইনের পাশ দিয়ে সকালে ওই কিশোর হেঁটে যাচ্ছিলো। এসময় কিশোরগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার