সারা দেশের সঙ্গে একযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১১৬টি কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। এবার বরিশালে বোর্ডের অধীন ৩৩২টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬১ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী। আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরুর পরপরই নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তিনি সাংবাদিকদের বলেন, কোনো পরীক্ষার্থীকে মোবাইল ফোন কিংবা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। কোনো শিক্ষক কিংবা কক্ষ পরিদর্শকও মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করতে পারেননি। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন, যেটি দিয়ে কোন ছবি তোলা যায় না।
এবার প্রশ্নের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে উলেখ করে তিনি বলেন, কেউ যদি প্রশ্নপত্র ফাঁসের গুজবও রটায় তাহলে সে কথায় কান না দিয়ে পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ করছি।
এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৪৫ হাজার ৮২২ জন, অনিয়মিত ১৫ হাজার ৩৪৬ জন, জিপিএ উন্নয়নে ৩৮২ এবং প্রাইভেট পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। আগামী ২৫ মে শেষ হবে বরিশাল বোর্ডের এইচএসসি পরীক্ষা।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা