কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে চার গাভীসহ পাঁচটি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। শনিবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। এরমধ্যে শাহজানের তিনটি গাভী, একটি বাছুর ও একটি গাভী। এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক দুইটায় চোরচক্র গ্রামের মজুমদার বাড়ির কৃষক শাহজাহানের গোয়ালঘর থেকে তিনটি গাভী, একটি বাছুর ও পাশ্ববর্তী কবির আহাম্মদের ঘর থেকে একটি গাভী নিয়ে যায়। এরপর চোরচক্র বেলাল মজুমদারের বাড়িতেও হানা দিলে বেলাল জাগ্রত হয়ে পড়ে। এসময় চোরচক্র অস্ত্রের মুখে বেলালকে জিম্মী করে পিকআপ যোগে চোরাই গাভী ও বাছুর নিয়ে চৌদ্দগ্রামের দিকে চলে যায়।
এদিকে সহায় সম্বল বিক্রি করে লাভের আশায় ক্রয়কৃত গাভী চুরি হওয়ায় কৃষক শাহজাহান এখন পাগলপ্রায়। ইতিপূর্বেও তার ঘরে থেকে এক লক্ষাধিক টাকা নিয়ে যায় চোরচক্র। চোরাইকৃত গরুর খোঁজে রবিবার ভোর থেকেই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে পাশ্ববর্তী ফেনীসহ বিভিন্ন স্থানে ঘুরছে কৃষক শাহজাহান।
বিডি প্রতিদিন/এ মজুমদার