'স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে' এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কালেকক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে জেলা মুক্তিযোন্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের কর্মসুচি কর্মকর্তা নেলসন সরেন, শিশু নিরাপত্তা কর্মসূচি কর্মকর্তা মার্টিন সিংহসহ সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা, কর্মচারি এবং প্রতিবন্ধি শিশুরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার