পরিবহণ শ্রমিকদের জন্যে করা নতুন আইন শিথিলের দাবিতে রবিবার সকাল থেকে যশোর-নড়াইল রুটে রবিবার সকাল বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এ রুটের যাত্রীরা।
যশোর-নড়াইল রুটের বাস চালক জহুরুল ইসলাম বলেন, সরকার শ্রমিক স্বার্থবিরোধী আইন পাশ করেছে। এ আইন অসহায় খেটে খাওয়া গরিব মানুষদের পেটে লাথি মারার শামিল।
তিনি বলেন, এ কারণে আমরা স্বেচ্ছায় এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। গাড়ি চালক ইমদাদুল বলেন, আমরা যারা দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করছি তাদের অনেকেই লেখাপড়া জানি না। কিন্তু নতুন আইনে ৮ম শ্রেণি পাশ না হলে ড্রাইভিং লাইসেন্স কিংবা ৫ম শ্রেণি পাশ না হলে সুপারভাইজার হওয়া যাবে না বলে বলা হচ্ছে। এ আইনের ফলে তারা কাজ হারাবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী আইন হওয়ায় স্বেচ্ছায় শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই আন্দোলনের সাথে শ্রমিক সংগঠনের কোন সম্পৃক্ততা নেই।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যশোরের নড়াইল বাসস্ট্যান্ডে অনেক যাত্রী ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে রয়েছেন। বিকল্প হিসেবে অবশ্য বেশি ভাড়া সাপেক্ষে ইজিবাইক এবং সিএনজি চলাচল করছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন