নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আহত আব্দুল হেকিম (৬৯) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ২ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকার ট্রমা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত বৃদ্ধ আব্দুল হেকিম চারিতালুক এলাকার মৃত ছমির উদ্দিন মুন্সীর ছেলে।
নিহতের ছেলে আব্দুল্লাহ জানান, চারিতালুক এলাকার মতিউর রহমানদের সঙ্গে তার বাবা আব্দুল হেকিমের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে ঘরে প্রবেশ করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হেকিমকে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন বৃদ্ধ আব্দুল হেকিমকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় আব্দুল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। প্রতিপক্ষ মতিউর রহমান, মজিবুর রহমান, জাকির, আলমাছ, রাসেল, আব্দুর রহমান, এমারত ও রাকিবুল ধারালো অস্ত্র দিয়ে বাবা আব্দুল হেকিমকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন ছেলে আব্দুল্লাহ। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার