যশোরে চীনা নাগরিক চেং হি সং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তার স্বজনরা। হত্যাকাণ্ডের শিকার চেং হি সংয়ের ভাই চেং জু শিং আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, যশোরে তার ভাই খুন হওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও এ ঘটনার বিচার হওয়ার কোন খবর না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু যশোরে এসে এ মামলার অগ্রগতি সম্পর্কে খোজ খবর নিয়ে তার সন্তুষ্ট। এখন তারা এ মামলার দ্রুত বিচার দাবি করেন। এসময় তার সাথে নিহত চেং হি সংয়ের দুই বন্ধু চেং জিন লং এবং শেন জিন ঝং উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর যশোর উপশহর এলাকার একটি বাড়ি থেকে পুলিশ চীনা নাগরিক চেং হি সংয়ের লাশ উদ্ধার করে। ঘাতকরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ নিহত চেং হি সংয়ের দোভাষী নাজমুল হাসান ও নাজমুলের ভাইপো মুক্তাদির রহমানকে আটক করে। টাকা আত্মসাতের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে আটক দুজন আদালতে স্বীকারোক্তিও দেয়।
গত ৩ ফেব্রুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন ওসি ইলিয়াস হোসেন। আদালত সূত্র জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি মামলাটি যশোর জেলা জজ আদালতে বদলি করা হয়েছে।