চলতি আলিম পরীক্ষার প্রথম দিন আজ রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জে দুই শিক্ষকসহ এক পরীক্ষার্থী বহিস্কার ও বহিরাগত ফাজিল ২য় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে। এরা হচ্ছেন, তেলিগাতী আলিম মাদ্রাসার প্রভাষক কক্ষ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান, পঞ্চগ্রাম ইউসুবিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক কক্ষ পরিদর্শক লোকমান শেখ ও পিকি মোহসিনীয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থী মো. সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান লতিফিয়া ফাজিল মাদ্রসা কেন্দ্র থেকে এদেরকে বহিস্কার করেন। কক্ষ পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা একটি কক্ষে বহিরাগত এক ছাত্রীকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে মোবাইলকোর্ট বসিয়ে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্রী নুরুন্নাহারকে ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ৩য় তলায় ‘সিক বেডে’ বহিরাগত পাওয়ায় ওই কক্ষের পরিদর্শক লোকমান শেখকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ৩নং কক্ষে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীসহ কক্ষ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষকেও লিখিতভাবে অবহিত করা হবে।
এ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্র সচিব মাওলানা মশিউর রহমান বলেন, বহিস্কার নয় একজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার