‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’- এ স্লোগানে বিশ্ব অটিজম সচেতনেতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে যৌথভাবে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদফতর। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রতিবন্ধী স্কুলে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ খান।
এসময় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন খলিলুর রহমানসহ প্রশাসন ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার